নলকুড়া ইউনিয়নে নদী ও ঝুড়া গুলো ছোট ছোট । অনেক সময় পানি থাকে আবার অনেক সময় পানি থাকে না। তাছাড়া মহারশি নদীর উপর পানি ধরে রাখার জন্য রাবার ডামের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ছোট ছোট ঝুড়া থেকে পানি সেচের মেশিন দিয়ে ধান, গম, আলু ও অন্যান্য চাষাবাদ করা হয়। নিম্নে নদী ও ঝুড়ার নাম উল্লেখ করা হলঃ-
নদীঃ-
মহারশী, কালাগুসা,
ঝুড়াঃ-
নঞ্জনা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস