বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান হচ্ছে নলকুড়া ইউনিয়নের রাবার বাগান। রাবার বাগানে প্রতি বছর প্রচৃর পরিমানে রাবার সংগ্রহ করা হয়। এখানেও রাবার তৈরী করার জন্য মেশিন রয়েছে। ৈএখানকার গাছগুলো দেখতে অনেক সুন্দর যা নাদেখলে বুঝা যায়না। প্রতি বঝর হাজার হাজার লোক তা দেখতে ভীর জমায়। রাবার বাগানের সীমানা ঘেষে ভরেতের হিমালয় পাহার। তাছারা ভরেতের জানবাহন এখান থেকে দেখা যায়।
তথ্য প্রদানকারী
মোঃ লিয়াকত আলী
উদ্যোক্তা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস